অব্যাবস্থাপনাদেশরাজনীতি

দল পুনর্গঠনের পর রাষ্ট্র মেরামত : তারেক রহমান

পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, জনগণের সমর্থন পাব। দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্রকেও পুনর্গঠন করব।’

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সদস্য পদ নবায়ন করার দিনটি দলের জন্য আনন্দের। দীর্ঘদিন গ্রামগঞ্জের অসংখ্য নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গেছেন। দেশের ওপর দিয়ে একটা ঝড় গেছে। যাতে দেশটি লণ্ডভণ্ড হয়ে গেছে।প্রত্যেক সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম-খুন ও পঙ্গু করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষিত করা হয়েছে।

ঝড় কেটে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই- জনগণের সমর্থন পাব।দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্রকেও পুনর্গঠন করব। ৩১ দফা কার্যকর করা হবে। সে জন্য মেধাবী, সৎ ও আদর্শবান মানুষকে দলে আনতে হবে। দলকে সমৃদ্ধ করতে হবে ‘

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘গতবার আমাদের কর্মসূচিতে একটি দুর্বলতা ছিল। এবার আমরা সেটিকে পাশ কাটিয়ে তৃণমূলের আরো গভীরে যাব।যে উদ্যম নিয়ে আমরা স্বৈরাচারের শত নির্যাতনেও দমে যাইনি বরং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম।’ এ সময় দল এবং দেশকে পুনর্গঠন করার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সদস্য পদ নবায়ন চলমান প্রক্রিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে শুরু হয়েছে। যারা সদস্য আছেন তারাই নবায়ন করবেন। কেন্দ্রীয় দপ্তর থেকে জেলায়, জেলা থেকে উপজেলায় এবং সেখান থেকে ইউনিয়নে যাবে। এটা সাংগঠনিক সম্পাদকরা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button