প্রযুক্তি

কুমিল্লায় হাইটেক পার্কের ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম,
কুমিল্লা প্রতিনিধি:

আইটি ট্রেনিং এন্ড ইনকিষউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের বাংলাদেশ হাইটেক পার্ক পরিচালিত ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) বিকেল ৪ টায় কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সৈয়দ শামসুল তাবরীজ। কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ও আইসিটি অফিসার(প্রোগ্রামার) মো. বশির উদ্দিন।
অনষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ তাঁর বক্তব্যে বলেন- সুন্দর সমাজ গঠনে প্রযুক্তির সঠিক ব্যবহার ও চর্চার বিকল্প নেই। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ সে, যার কাছে বেশি তথ্য রয়েছে ও যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে। তোমরা আজকে যারা শিক্ষার্থী যুক্তি ও প্রযুক্তির মাধ্যমে দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপক ওয়েবপার্স মোহাম্মদ মাহতাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাই টেক র্পাক অথোরিটির ডাটা এন্টি ও অফিস প্রোগ্রাম ট্রেইনার ওমর ফারুক, ও ডাটা এন্টি ও অফিস প্রোগ্রাম ট্রেইনার শাহ মো. আরেফিন, গ্রাফিকস ডিজাইন ট্রেইনার মো. রাসেদুল রহমান, ও ইউ এক্স ইউ আই ট্রেইনার মো. জুয়েল হাসান।
ফ্রি ছয় মাস ব্যাপী ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স সহ আইসিটি দক্ষতা উন্নয়ন কোর্সের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button