জীবনের সব কাজ সহজ হওয়ার গুরুত্বপূর্ণ কুরআনের দুআ!
জীবনের সব কাজ সহজ হওয়ার গুরুত্বপূর্ণ কুরআনের দুআ!
মুসা আলাইহিস সালামের দুআ যা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেছিলেন!
হারুন আলাইহিস সালামের নামের জায়গায় আপনার স্বামী ছেলে যার নাম আপনি চান লাগাতে পারেন! 👇
নাম বলবেন তারপর যাওজিই(আমার স্বামী) অথবা
ওয়ালাদিই
(আমার ছেলে)
رَبِّ اشۡرَحۡ لِیۡ صَدۡرِیۡ –
وَ یَسِّرۡ لِیۡۤ اَمۡرِیۡ –
وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ یَفۡقَهُوۡا قَوۡلِیۡ –
وَ اجۡعَلۡ لِّیۡ وَزِیۡرًا مِّنۡ اَهۡلِیۡ
هٰرُوۡنَ اَخِی
اشۡدُدۡ بِهٖۤ اَزۡرِیۡ –
وَ اَشۡرِکۡهُ فِیۡۤ اَمۡرِیۡ
کَیۡ نُسَبِّحَکَ کَثِیۡرًا
وَّ نَذۡکُرَکَ کَثِیۡرًا
اِنَّکَ کُنۡتَ بِنَا بَصِیۡرًا.
উচ্চারণ : রাব্বিশরাহলি সাদরি,
ওয়া ইয়াসসিরলি আমরি,
ওয়াহ্লুল উক্বদাতাম মিল লিসানি ইয়াফকাহু কাওলি,
ওয়াজ আললি ওয়াযিরাম মিন আহলি,
হারুনা আখি,
উশদুদ বিহি আযরি,
ওয়া আশরিকহু ফি আমরি
কায় নুসাব্বিহাকা কাছিরা
ওয়া নাজকুরাকা কাছিরা
ইন্নাকা কুংতা বিনা বাসিরা।’
‘হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন আর
আমার জন্য আমার কাজকে (দায়িত্ব) সহজ করে দিন;
আর আমার জিহ্বার (কথা বলার) জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে;
আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন,
আমার ভাই হারূনকে, তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন;
এবং তাকে আমার কাজে শরিক করুন ‘যাতে আমরা বেশী করে আপনার তাসবীহ পাঠ করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি,
নিশ্চয়ই আপনিই তো আমাদের সব কিছু দেখেন।’
(সুরা ত্বহা : আয়াত ২৫-৩৫