ব্যাংক ও বীমা

বাগমারা বাজার শাখায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাসব্যাপী গ্রাহকসেবার ক্যাম্পেইনের উদ্বোধন

মোস্তফা কামাল মজুমদারঃ
গ্রাহক সেবায় নতুন মাত্রা, সমৃদ্ধ হবে অগ্রযাত্রা’ এই প্রত্যয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাসব্যাপী বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইন সোমবার (২৭ জানুয়ারি) ফার্স্ট সিকিউরিটি ইসলামী পিএলসি ব্যাংক, বাগমারা বাজার শাখায় উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপক আবদুল মোমেন চৌধুরী উদ্বোধক হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের সহ: ব্যবস্থাপক ইফতেখার মাহামুদ, তালুকদার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মাও. আবদুল ওয়াদুদ তালুকদার, লক্ষণপুর ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ মাও.সানা উল্লাহ বাশারী, হলদিয়া উসমানীয়া আলিম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাও.নুরুল ইসলাম, আশকামতা দাখিল মাদ্রাসা সুপার মাও. শাহ আলম, বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও.মশিউর রহমান, প্রস্তাবিত লালমাই উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাও.হারুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাগণ।
এ সময় জুনিয়র অফিসার শেখ সালা উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনীয় ভাষণে আবদুল মোমেন চৌধুরী বলেন, ‘ফার্স্ট ইসলামী ব্যাংক শরীয়াহর উদ্দেশ্যের আলোকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ-পেশা-অঞ্চল নির্বিশেষে সকল মানুষের নিকট কল্যাণধর্মী ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এই বিশেষ গ্রাহকরসেবা ক্যাম্পেইনের মাধ্যমে শরীয়াহসম্মত বিভিন্ন ডিপোজিট ও বিনিয়োগ প্রোডাক্ট ছাড়াও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।’
দেশ ও জাতির কল্যাণ এবং গ্রাহকদের সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন রাছিয়া মাদ্রাসার প্রভাষক মাও.আবদুল সোবহান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button