অব্যাবস্থাপনা

ময়মনসিংহে ট্রেন রেখে পালিয়েছেন চালক, অবরুদ্ধ স্টেশন মাস্টার

ময়মনসিংহে স্টেশনে ট্রেন রেখে পালিয়েছেন চালক। এসময় বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাস্টার নাজমুল হক খানকে অবরুদ্ধ করে রাখে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। 

এর আগে সোমবার মধ্যরাত থেকে সারা দেশের ন্যায় ময়মনসিংহ অঞ্চলেও ২৮ জোড়া ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার কারণে ভোগান্তিতে পড়ছেন কয়েক হাজার যাত্রী। টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তারা। 

সূত্র জানায়, মাইলেজ সুবিধা পুনর্বহাল না করায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই)।

সরজমিন দেখা যায়, ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা ভোগান্তিতে পড়ে ট্রেন চালককে খুঁজতে থাকেন। ট্রেন চালককে খুঁজে না পেয়ে স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রী হোসেন আলী বলেন, ৯ দিন আগে হাওর এক্সপ্রেস ট্রেনের চারটি টিকিট অনলাইনে করেছি, স্টেশনে এসে শুনি ট্রেন চলবে না। এখন টিকিটের টাকাও ফেরত পাচ্ছি না। কর্তৃপক্ষ বলছেন, তিনদিনের মধ্যে টাকা পাব। এর কোনো মানে হয় না। তাদের দাবি আদায়ের আন্দোলনে আমরা কেন ভুগছি।

সাধারণ যাত্রীদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে স্টেশন মাস্টার নাজমুল হক খান বলেন, এই অঞ্চলে ২৮ জোড়া ট্রেনে প্রায় ৬ হাজার যাত্রী চলাচল করে। ট্রেন বন্ধ থাকায় সকলেই ভোগান্তিতে পড়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় তাও বলতে পারছি না।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, সকাল সোয়া ১০টার দিকে মোহনগঞ্জ হাওর এক্সপ্রেস স্টেশনে পৌঁছায়। ট্রেন স্টেশনে পৌঁছানোর সাথে সাথে চালক পালিয়ে যায়। পরে যাত্রীরা ট্রেন চালককে খুঁজতে থাকেন। তবে, যাত্রীরা চালককে খুঁজে না পেয়ে স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্টেশনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button