ইসলাম ধর্ম

সংস্কার ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‌‘শুধু নির্বাচন আর নির্বাচন। আমরা সবাই নির্বাচন চাই। নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল নাই। সবাই নির্বাচনমুখী আমরা। নির্বাচন কবে দিবেন কালকেই? আগামীকাল যদি নির্বাচন দেই তাহলে সুষ্ঠু হবে, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে? লাভটা কি? সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’
 
শনিবার নারায়ণগঞ্জ জেলা ও নগর ইসলামী আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন শহরের পুরাতন কোর্ট এলাকার শিল্পকলা একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
 
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না। আবারও দখলদারি, চাঁদাবাজি, কালো টাকার ছড়াছড়ি হবে। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা ইসলামী হুকুমতের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সকলের অধিকার নায্য অধিকার প্রতিষ্ঠা হবে।’
 
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না। বিএনপির ইদানিং বক্তব্যের সাথে আগের বক্তব্যের মিল নেই। তারা আমাদেরকেও ফ্যাসিস্টদের সহযোগী ঘোষণা দিয়েছেন। আমি বলতে চাই আওয়ামী লীগের বিতর্কিত জাতীয় কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নাই। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে কখনও এক মনে করি না। স্থানীয় নির্বাচনে সকলেই অংশগ্রহণ করেছে। কেউ নামে বেনামে আমরা নামে অংশগ্রহণ করেছি।

নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসাইন সাকী ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button