ইসলাম ধর্ম
হাসরের ময়দানে বান্দা যে কারনে আমলনামায় ভালো কাজ গুলো দেখতে পাবে না
‘হাশরের ময়দানে বান্দাকে যখন উপস্থিত করা হবে এবং তার হাতে তার আমলনামা দেওয়া হবে, সে দেখবে সেখানে তার নামাজ, রোজা কিছুই লেখা নেই। কোনো নেক কাজই আমলনামায় দেখতে পাবে না।
সে তখন বলবে, “ইয়া আল্লাহ! এটা তো মনে হয় অন্য কারও আমলনামা! আমার তো ভালো আমল ছিল, এখানে সেগুলোর উল্লেখ নেই।”
ফেরেশতারা জবাব দেবে, “তোমার রব ভুল করেন না এবং ভুলেও যান না। বরং তোমার আমলগুলো মুছে দেওয়া হয়েছে এজন্য যে, তুমি মানুষের গীবত করতে।’
— প্রখ্যাত তাবেয়ী সাইদ ইবনু যুবাইর (রহ.)
[বাহরুদ দুমুঈ, ১৩৩]