অব্যাবস্থাপনাসংগঠন

কুমিল্লা বরুড়া ইয়াংস্টার মিনি ফুটবল ম্যাচের মাধ্যমে ছাত্রলীগকে পূর্ণবাসন করার প্রচেষ্ঠা।

কুমিল্লা জেলার বরুড়া থানার ৭ নং ভাউকসার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শৈলখালী গ্রামে ছাত্রলীগ ও বিএনপির যৌথ সংযোগে ইয়াংস্টার মিনি ফুটবল ট্যুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ছাত্র লীগের সদস্য প্রবাসী আব্দুর রহিমের অর্থায়ানে ও স্ব-শরীরে উপস্থিতে ফুটবল ট্যুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক- আহম্মদ জামান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা সৈয়দ মাসরুল হক মাসু, ছাত্রলীগ নেতা শাহ্ আজম, ঠিকাদার- মনির হোসেন ও মেম্বার সালামত উল্লাহ্।

এভাবেই বর্তমানে এলাকায় বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে ছাত্রলীগকে পূর্ণজীবিত করার চলছে ব্যাপক প্রয়াস।

জানা যায়, সৈয়দ মাসরুল হক মাসুর যোগসাজশে- আওয়ামী লীগের নেতাও কর্মীদের নিয়ে পরিচালিত হয় এই ফুটবল টুর্নামেন্ট এবং সুসংগঠিক হয় বিএনপি দলের কমিটিগুলো।
আরও আরো জানা যায়, মূলদলের- ছাত্রদলের- যুবদলের বিগত দিনগুলোতে যে সকল কমিটি সম্পন্ন হয়েছে কমিটি গুলোতে আওয়ামিলীগ নেতাকর্মী ও বিএনপি নেতাকর্মীদের সংমিশ্রণের সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button