ইসলাম ধর্ম

দাকোপের খুটাখালী কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

শিপন খলিফা, দাকোপ প্রতিনিধিঃ

খুলনার দাকোপের খুটাখালী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও খুটাখালী বাজার জামে মসজিদের উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ (জানুয়ারি) সোমবার বাদ এশা খুটাখালী বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে অত্র মসজিদের ইমাম মুফতী ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসিহত পেশ করেছেন মুফতী সৈয়দ মাকসুদুল হক ফরিদপুরী, মুহাদ্দিস গওহর ডাঙ্গা মাদ্রাসা, টুংঙ্গিপাড়া গোপালগঞ্জ ও খতিব উত্তর শাহজাহান পুর আমতলা জামে মসজিদ ঢাকা।

বিশেষ বক্তা হিসেবে মূল্যবান নসিহত পেশ করেছেন খতিব সভার প্রাইম হাসপাতাল জামে মসজিদ ঢাকা এর হাফেজ মাওলানা আব্দুর রহিম গোপালগজ্ঞ, মহা পরিচালক কমলাপুর মাদ্রাসা,পাইকগাছাখুলনা,এর পীর কামেল আলহাজ্ব মাওঃ আকবর হুসাইন,মুহতামিম হরিদাসকাঠি আনোয়ারু উলুম কউমী মাদ্রাসা পাইকগাছা খুলনা ও পরমর্শদাতা,খুটাখালী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এর মূফতী আজাহারুল ইসলাম(দাঃবাঃ)।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক দীপক কুমার সরদার ,লাউডোব ইউনিয়ন বিএনপি সভাপতি তপন মন্ডল,কানু শেখ,সার্বিক তত্বাবধনে মাহফিল আয়োজক কমিটির সভাপতি মনিরুল ইসলাম খান মাহফিল আয়োজক কমিটির ,সাধারন সম্পাদক আলামীন হোমেন রিংকু। আয়োজনে যুক্ত ছিলেন স্থানীয় যুবসমাজ নিজাম উদ্দীন,বাবলু গাজী,পার্থ সাহা,হেমায়েত হাওলাদার, রাজু হাওলাদার,রনি শেখ,হাফিজুল শেখ,পাপ্পু সাহা, ইমন,বনি, সোহাগ,সাব্বির,সুরজিত,মজিদ,সাকাত শেখ,নুরইসলাম, আলমসহ অত্র এলাকার মুসলিম উম্মাহ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিলো হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button