অপরাধপ্রশাসন

এলাকার শান্তি রক্ষায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

মাহবুব আলম মানিকঃ

আশুলিয়ায় উত্তর গাজীরচট ইউনিক দাদা মার্কেট এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি চুরি ছিনতাই সহ সব ধরনের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল ৩০ সে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার সময়  আশুলিয়া ইউনিক দাদা মার্কেটের সামনে উক্ত  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নির্দিষ্ট একটা গোষ্ঠী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। ছোট প্রতিষ্ঠান, সড়কে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান,ময়লা ব্যবসা সহ সব প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে থাকে। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। সম্প্রতি এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবি করলে স্থানীয়রা চাদাবাজীতে  বাধা দেওয়ায়  সন্ত্রাসীরা আব্দুল হালিম ভূইয়া ও এনায়েত শেখ নামের দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার  ঘটনা ঘটায়। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে আশুলিয়ার ইউনিক দাদা মার্কেটে  মানববন্ধনের আয়োজন করেন কয়েক শতাধীক এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন  বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম ভূইয়া, শ্রমিক নেতা তুহিন চৌধুরী, মফিজুল ইসলাম ফকির, এবং ভুক্তভোগীদের পরিবারের লোকজন সহ আরও অনেকে।

এ সময় এলাকাবাসী বলেন, ৫ আগস্টের পর সন্ত্রাসী  আযাহারের নেতৃত্বে একদল আওয়ামী লীগের দোসর  চাঁদাবাজিতে মেতে উঠেছে। তাদের থেকে কেউই রেহাই পাচ্ছে না। আমরা বলতে চাই, এ নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যারা চাঁদাবাজি করছে তারা আওয়ামী লীগের দোসর। তাদের ঠিকানা ভারতে হবে, বাংলাদেশে নয়।

তারা আরও বলেন, আমরা জানতে পেরেছি এসব ঘটনায় দুইজন  আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  এবং বাকিরা এলাকায় এখনো সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। প্রশাসন তা নিশ্চুপ হয়ে দেখছে, কোন এক অদৃশ্য কারনে তাদেরকে গ্রেফতার করছেনা প্রশাসন ।  আমরা চাই  যারা হত্যার উদ্দেশ্য উক্ত ঘটনা ঘটিয়েছে  এবং যারা চাঁদাবাজিতে জড়িত, তাদের দ্রুত বিচার করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button