যাত্রাবাড়ীতে দুই বোনকে ধর্ষণের অভিযোগ, একজন বাকপ্রতিবন্ধী
রাজধানী যাত্রাবাড়ীতে একটি বাসার নিচতলায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে গোলাপবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী একজনের বয়স ৮ বছর। বাকপ্রতিবন্ধী অন্যজনের বয়স ১৬ বছর। তারা আপন দুই বোন। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির নাম রেজাউল করিম (৫০)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মা জানান, আমি ফুটপাতে পিঠা বিক্রি করি। বউবাজার রাহেলার বাড়ির নিচ তলায় ভাড়া থাকি। ১৬ বছর বয়সী বাকপ্রতিবন্ধী ও ৮ বছর বয়সী দুই মেয়ে বাসায় ছিল। আমি রাস্তায় পিঠা বিক্রিতে ব্যস্ত ছিলাম এবং ওদের বাবাও বাসায় ছিল না। এ সময় ওই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার বাসার রুমে ঢুকে দুই বোনকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে আমি খবর পেয়ে বাসায় এসে দুই মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের শিকার দুই বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন বাকপ্রতিবন্ধী। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।’