দেশরাজনীতি

সরকারপ্রধান এমন মানুষ চাই যে গরিবের দুঃখ দেখলে প্রয়োজনে জামা খুলে দেবেন: মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘হাসিনা তো বদলেছে। তার জায়গায় এখন ড. ইউনূস এসেছেন। ড. ইউনূস ঘুষ খান না। ড. ইউনূস চোর নয়, ডাকাত নয়। মানুষ খুন করেন না। জোর করে কাউকে জেলে ঢুকিয়ে দেন না। ড. ইউনূস যদি খুব ভালো মানুষ হয়, তাহলে জিনিসপত্রের দাম কমে না কেন? সড়কে দুর্ঘটনা-যানজট কমে না কেন? সরকারপ্রধান হিসেবে শুধু ড. ইউনূসের মতো ভালো মানুষ দরকার নেই, এমন মানুষ চাই যে গরিবের দুঃখ দেখলে প্রয়োজনে বুকের জামা খুলে দেবেন।’

বুধবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের জিরো পয়েন্টে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিবগঞ্জ উপজেলা নাগরিক যুব ঐক্য এই সমাবেশের আয়োজন করে।

পুলিশের সমালোচনা করে সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘পুলিশ যদি চোর হয় জনগণের বাঁচার উপায় থাকবে না। চোর পুলিশ চলবে না। ডাকাত পুলিশ চলবে না। জোর করে মানুষকে ধরে ধরে মামলা দেয়, থানায় বসে দালালদের কথামতো মামলা দেয়, এমন পুলিশ চলবে না। মামলা পাওয়া না গেলে দুটো লোক ধরে এনে বলে, মামলা লাগাও। মামলার কামাই ১০০ হলে ১০ টাকা তোমার, ১০ টাকা দালালের ৮০ টাকা আমাকে দাও। থানার পুলিশ যদি চোর হয়, ডাকাত হয়, তবে সরকার কী করবেন? থানার পুলিশ, ওসি, এসপি, ডিসি নিয়োগ দেয় কে? সরকার। সেই সরকার ভালো না হলে ওরা সবাই চোর হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে সমাবেশে মাহমুদুর রহমান বলেন, ‘৫ আগস্ট জনগণ যে সরকারকে উৎখাত করলেন, সেই সরকার পড়ে যাওয়ার কয়দিন আগে তাঁদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দেশের অনেক উন্নতি হয়েছে। এতই উন্নতি হয়েছে যে তাঁর (শেখ হাসিনা) পিয়নও ৪০০ কোটি টাকার মালিক বনেছেন। সেই পিয়ন গ্রামের বাড়িতে যান হেলিকপ্টারে চড়ে। ৫৩ বছরে দেশে একটা মানুষের উন্নতি হয়েছে, তিনি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন। তার মানে প্রধানমন্ত্রীর পিয়ন, প্রধানমন্ত্রীর চামচা, প্রধানমন্ত্রীর দালাল হলেই অবস্থা ভালো হয়, না হলে নয়।’

সরকার ভালো হলে দেশ ভালো হয় উল্লেখ করে মাহমুদুর রহমান আরও বলেন, ‘শেখ হাসিনার লজ্জা করল না! উনি কি তাঁর পিয়নের প্রধানমন্ত্রী? নাকি সারা দেশের ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী? শেখ হাসিনা ২০ কোটি মানুষের প্রধানমন্ত্রী ছিলেন না। যদি এ দেশের প্রধানমন্ত্রী, এ দেশের মন্ত্রীরা, এ দেশের সরকাররা সবার সরকার হয়, তবে সবার অবস্থা ভালো হবে। সরকার ভালো হলে দেশ ভালো হয়, সরকার নিজেই যদি চোর হয়, বাকি লোক ভালো হবে কেমনে?’ নতুন করে দেশ গড়ার সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষকেই তাঁদের পছন্দের সরকার নির্বাচিত করতে হবে।

শিবগঞ্জ উপজেলা যুব ঐক্যের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক তালুকদার, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান, পপি বেগম, এনামুল হক সরকার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button