রাজনীতি

শেখ হাসিনার বিচার না করলে চব্বিশের শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার বিচার না করলে চব্বিশের আন্দোলনে শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে।

গতকাল বুধবার ফেনীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। সোনাগাজীতে র‌্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মাসুদের পরিবারের কাছে নতুন ঘরের চাবি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে সারা দেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন।অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, জেল-জুলুমসহ নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন। এর একটি মাত্র কারণ ছিল—ভোট ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। এত আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ স্বৈরাচারমুক্ত।

তিনি বলেন, যারা দেশের মানুষগুলোকে গুলি করে হত্যা করেছিল, তাদের অবশ্যই বিচার করতে হবে।গুম-খুনের নেত্রী শেখ হাসিনার বিচার না হলে ভবিষ্যতে নতুন স্বৈরাচাররা উৎসাহিত হবে। এ জন্য সব দল-মতের ঊর্ধ্বে উঠে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। পালিয়ে যাওয়া স্বৈরাচারকে বিচারের মুখোমুখি করতে  হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ভবিষ্যতে যাতে এ দেশের মানুষ সঠিক বিচার পায়, নির্ভয়ে রাস্তায় চলতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, সে জন্য বিএনপি কাজ করবে।যদি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, তবে শহীদদের স্বপ্নের দেশ গড়ে তোলা হবে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কার নিয়ে যাঁরা কথা বলছেন, তাঁদের আচরণে সন্দেহ হয়।  সংস্কারের জিকির তুলে অযথা সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি, দ্রুত সংস্কার শেষ করে জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করবে।’

এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, আবদুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকসহ নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button