বৈশ্বিকরাজনীতি

এক বার্তাই কাল হলো ব্রিটিশ মন্ত্রীর, হলেন বরখাস্ত 

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে (৫০) বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও রয়টার্সের। 

প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে আপত্তিকর ও অবমাননাকর বার্তা পাঠানোর জেরে অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। 

গত রোবার যুক্তরাজ্যের দ্য মেইল পত্রিকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্ড্রু গুয়েনের দেওয়া বার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপরই শনিবার তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন স্টারমার। 

দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন, সরকারি পদে কর্মরতদের মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ স্টারমার এবং এই মান পূরণে ব্যর্থ যেকোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না তিনি।

রয়টার্স ও বিবিসি বলছে, অ্যান্ড্রু গুয়েনের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বর্ণবাদী ও যৌন উত্তেজক বার্তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অ্যান্ড্রু গুয়েন গ্রুপে একটি বার্তায় লিখেন, তিনি আশা করেছিলেন তাকে ভোট না দেওয়া একজন পেনশনভোগী নারী আগামী নির্বাচনের আগেই মারা যাবেন। এ ছাড়া তার বিরুদ্ধে ইহুদীবিদ্বেষ ও উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনা রায়নারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে এরইমধ্যে হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা দেওয়ার অপরাধে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষমা চেয়েছেন অ্যান্ড্রু গুয়েন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button