জাতীয়

নির্লজ্জের মতো ভারতের মিডিয়া-সাংবাদিক বয়ান তৈরি করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া ও কিছু সাংবাদিক একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সেই ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে। তাদের মনে হচ্ছে অনেক দিনের গুপ্তধন যেটা সঞ্চয় করেছেন। সেই গুপ্তধন হাতছাড়া হয়ে গেছে। সেই গুপ্তধনের ওপর মনে হচ্ছে একটা দানব শুয়ে আছে। তাদের কথায় সেটা মনে হচ্ছে।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। কারণ প্রতিবিপ্লব সবসময় উঁকিঝুঁকি মারছে। সেটা কোনোভাবেই হতে দেয়া হবে না।’ 

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবেন না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে-এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করবো সফলতার জন্য। কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেবো না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button