
রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তৌফিকুল ইসলাম হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রগতি স্মরণির ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মামলার সূত্রে জানা যায়, ‘গত ১৯ জুলাই বাড্ডা থানার আওতাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণি রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার ইব্রাহিম আনছারি অপূর্ব সেই মামলার আসামি। ’