ঐতিহাসিক ৭ই মার্চ বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণেজাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন

খোরশেদ আলম, লাকসামঃ
ঐতিহাসিক ৭ই মার্চ বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান পালিত হয় লাকসাম রেলওয়ে জিআরপি থানা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার রেলওয়ে জেলা, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ খলিলুর রহমান প্রেনেল মেয়র-১, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, লাকসাম রেলওয়ে আরএমবি ইনচার্জ মোঃ এয়াছিন উল্যাহ, ইনচার্জ কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাড়ী এসআই মোঃ ইসমাইল হোসেন সিরাজি, ইনচার্জ ফেনী রেলওয়ে পুলিশ ফাড়ী এসআই মোঃ সাইফুল ইসলাম, লাকসাম রেলওয়ে জিআরপি থানা এসআই আব্বাস কবির চৌধুরী, এসআই মোঃ নফিল উদ্দিন, এসআই মুহাম্মদ জামান মস্তোফা, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা মোঃ পলাশ, শিক্ষক, শ্রমিক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব, মোঃ নাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ লাকসাম রেলওয়ে থানা। উক্ত অনুষ্ঠানটি সাংস্কৃতিক ও আনন্দ উদযাপনের মাধ্যমে সন্ধ্যায় সমাপ্ত করা হয়।