মহান আল্লাহর কাছে দু’আ করার সুফল

আল্লাহ বান্দাকে বলবেন, ‘তোমার মনে আছে তুমি আমার কাছে অনেক দু’আ করতে দুনিয়াতে।
শেষ বিচারের দিন আল্লাহর এক বান্দার সামনে পুরস্কারের বিশাল এক পাহাড় নিয়ে আসা হবে।
বান্দা বলবে, ‘ইয়া আল্লাহ! এগুলো কার?’
আল্লাহ বলবেন, ‘এগুলো তোমার।’
বান্দা কিছুতেই বিশ্বাস করতে চাইবে না এতগুলো পুরস্কার তার, কারণ সে জানে দুনিয়াতে থাকতে এগুলো পাওয়ার মতো আমল সে করেনি।
আল্লাহ বান্দাকে বলবেন, ‘তোমার মনে আছে তুমি আমার কাছে অনেক দু’আ করতে দুনিয়াতে।
সেই দু’আগুলোর কিছু জবাব আমি দিয়েছিলাম,
কিছু দেইনি।
জবাব না দেওয়া দু’আগুলোর বদলে আমি তোমাকে এই পুরস্কার দিচ্ছি।’
বান্দা আফসোস করে বলবে, ‘ইয়া আল্লাহ! কেন আপনি দুনিয়াতে আমার কিছু দু’আ কবুল করেছিলেন! আপনি যদি একটা দু’আও কবুল না করতেন তাহলে আমি আজ কতগুলো পুরস্কার পেতাম!’
রেফারেন্স :
আল আদাব আল মুফরাদ লিল ইমামিল বুখারী : ৭১০, মুসনাদে ইমাম আহমাদ : ১১১৩৩, সহীহ আত-তারগীব : ১৬৩৩।