লালমাইয়ে অটোরিকশা চালক ধৃত মীর হোসেন মিন্টু গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম: লালমাই উপজেলার ফয়েজগঞ্জ দক্ষিণ বাজারে সিএনজি চালিত অটোরিকশা চালককে ইট দিয়ে থেতলিয়ে হত্যার ঘটনায় মীর হোসেন মিন্টু (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় লালমাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত মীর হোসেন মিন্টু লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কালা মিয়ার ছেলে।
এর আগে শুক্রবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফয়েজগঞ্জ দক্ষিণ বাজারস্থ এমআর ব্রিকস এর সামনে সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া গ্রামের আবদুল বাকির মজুমদারের ছেলে ওমর ফারুক (৪৫) কে ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করে লালমাই উপজেলার পূর্ব পেরুল গ্রামের আবুল হাশেমের ছেলে টমটম চালক জহিরসহ তার আত্মীয়স্বজন ও সমর্থিতরা।
গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে শুক্রবার বিকেলে ওমর ফারুকের মৃত্যু হয়।