মেয়র নাছিরের আশির্বাদে ব্লু ফ্লিমের সিডি বিক্রেতা প্যানেল মেয়র হাসনি

এলাকা বাসি সূত্রে জানা গেছে ১৯৯০ সাল থেকে খলিপা পট্টিতে ব্লু ফ্লিম সিডি বিক্রি করতো চৌধূরী হাসান মাহমুদ হাসনি।
সরে জমিনে গিয়ে আরো জানা গেছে আওয়ামীলীগ মেয়ের আ জ ম নাছির এর আশির্বাদে কাউন্সিলর নির্বাচিত হয়ে রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয় যায় চৌধূরী হাসান মাহমুদ হাসনি।
এলাকাবাসি আরো জানায় এমন সময় গেছে হাসনি তার ভাইদের মধ্যে ঝগড়া বিবাদ ছিলো নিত্যদিনের সঙ্গী সকাল বেলায় এলাকা বাসির ঘুম ভাঙ্গতো ভাইয়ে ভাইয়ে ঝগড়ার টিনের চালে পাথরের আওয়াজ ও নোংরা ভাষার আওয়াজের কারণে আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে পারতো না।
কোন যুবক মুখ খুললে তাকে মিথ্যা মামলা দিয়ে পাঠিয়ে দিতো কারাগারে এবং শত শত সন্ত্রাস লালন পালন করতো প্যানেল মেয়র হাসনি।
মোটা অংকের টাকার বিনিময়ে চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটিতে পদ হাতিয়ে নিয়েছিলো। (পর্ব ১)