সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ০১টি রাজনৈতিক মামলার পলাতক আসামী, ০১টি ননজিআর পরোয়ানার পলাতক আসামী গ্রেফতার

চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু মহোদয় এর নির্দেশনায় সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে-২৭/০২/২০২৫খ্রিঃ তারিখ সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র)/ আনোয়ার হোসেন পাটোয়ারী সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতকানিয়া থানার ,এফআইআর নং-২২, তারিখ- ২৮ আগস্ট, ২০২৪; জি আর নং-২৪৭, তারিখ- ২৮ আগস্ট, ২০২৪; সময়- ০১.৪৫ ঘটিকা ধারা- 148/323/324/325/307/436 The Penal Code, 1860; তৎসহ 3 The Explosive Substances Act, 1908; এর আসামী ১। মোঃ ওসমান গনি (৪৫), পিতা- মৃত মফজল আহমদ, মাতা- মৃত ছফুরা খাতুন, সাং- নতুন চর খাগরিয়া, মাওরানা আহমদুর রহমানের বাড়ী, ০১নং ওয়ার্ড, ০২নং খাগরিয়া ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, এসআই(নিরস্ত্র)/ মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২। রফিকুল ইসলাম (৫০), পিতা- মৃত ছাবের আহমেদ, সাং- রামপুর, ০১নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা চট্টগ্রামদের ধৃত করেন।