অপরাধ

১০ মামলার আসামি স্বপন মিয়াসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১০ মাদক মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি স্বপন মিয়াসহ দুই মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। স্বপন মিয়া (৪৫) ও ২। মোঃ সোহেল রানা (৩০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৪ মার্চ ২০২৫) ভোর আনুমানিক ০৫.১০ ঘটিকায় শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৪ মার্চ ২০২৫) রাতে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে শেরেবাংলা নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি শুক্রাবাদ এলাকার একটি গলিতে প্রাইভেটকারে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫:১০ ঘটিকায় উক্তস্থানে অভিযান পরিচালনা করে শেরেবাংলা থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার সময় গাড়ির গতিরোধ করে মাদক কারবারি স্বপন মিয়া ও সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। তাদের গ্রেফতারের পর প্রাইভেটকারের ভেতরে তল্লাশী করে দুটি ব্যাগে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা ও তাদের দেহ তল্লাশী করে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ সাতান্ন হাজার টাকা। এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কুমিল্লা হতে গাঁজা ও ইয়াবা ক্রয় করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করতো। গ্রেফতারকৃতরা এসব গাঁজা ও ইয়াবা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত স্বপন মিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকের দশটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button