খিলগাঁও থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ সমগ্র বাংলাদেশে দুর্নীতিবাজদের ধরার কারণে নানা ধরনের লিস্ট তৈরি হয়ে থাকে অথচ ঢাকা শহরে ৪৯ টি থানা ওসিদের বর্তমান অবস্থা ফ্যাসিস্ট সরকারের মতোই দেখা গেল এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খিলগাঁও থানা।
যেখানে আসতে হলে ওসিদের গুনতে হয় অর্ধ কোটি টাকা , নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদেরকে বলেন যে খিলগাঁও থানার মত বড় এলাকা আর অন্য কোন থানায় নেই ফলে এখানে আসতে হলে ডিসি, এডিসি, ডি আই জি, ডি এস.পি এমনকি পুলিশ কমিশনারকে দিতে হয় প্রায় অর্ধ কোটি টাকা তারপরে ওনারা সই করলে চলে আসেন খিলগাঁও থানায়। এই টাকা দুই বছরে প্রত্যেকটা ওসির পকেটে চলে আসে বলে অভিযোগ রয়েছে।
অর্থাৎ দুর্নীতি বদলে দুর্নীতি বেশি হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ এর লাইসেন্স লাগেনা তাই পোষাকধারী পুলিশই এখন লাইসেন্স ধারী সন্ত্রাসী বলে জানান একাধিক ভুক্তভোগীগণ। নাম প্রকাশে অনিচ্ছুক ০১,০২,০৩, ৭৪ ও ৭৫ নাম্বার ওয়ার্ডের ব্যক্তিগণ বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে যাদের নামের তালিকা আসামি আকারে থানায় আছে তাদের কাছ থেকে বর্তমান ওসি দাউদ হোসেন যিনি নিজেকে ছাত্রদলের নেতা পরিচয় দিতেন এবং তিনি বিএনপি করতেন বিএনপির লোক ইত্যাদি মুখরোচক গল্প বলে জনগণকে উদ্বুদ্ধের মাধ্যমে আজ উক্ত আসামীদের গোপনে নানা ধরনের চাইনিজ রেস্টুরেন্টে বসে তাদের সাথে লক্ষ লক্ষ টাকা লেনদেনের মাধ্যমে আসামিদের গ্রেফতার না করে গোপনে শেল্টার দিয়ে যাচ্ছেন বলে একাধিক সূত্র জানায়।

ফলে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন যে উক্ত দাউদ হোসেন ডিবিতে কর্মরত ছিলেন ফ্যাসিস্ট সরকার এর সময়।ডিবি হারুনের ক্যাশিয়ার হিসেবে তিনি অক্ষত অবস্থায় ছিলেন তাছাড়া তার যে ওসি তদন্ত মোস্তফা তিনিও একের পর এক একই পদবীতে কিভাবে বলবত ছিলেন এবং বর্তমানেও আছেন তা বোধগম্য নয় নিম্নে কতিপয় লোকজনের সাথে দহরম মহরম সম্পর্ক ছাড়াও বর্তমানে মাদক ব্যবসার সাথে ওতপ্রতভাবে উক্ত থানার দুই কর্মকর্তার ফিল্টারের খবর পাওয়া গেছে তাছাড়া উক্ত ওসি দাউদ হোসেন অত্যন্ত ভদ্র বিনয়ী ভাবে মানুষের সাথে কথা বলার কারনে তাকে সন্দেহ করার মত কোন অবকাশ নেই।
ফলে সাংবাদিকরা ও তার ছদ্মবেশে চেহারা ধরতে পারেননি বলে জানান তারি সহকর্মী একজন বর্তমানে ছাত্রদেরকে নিয়ে তিনি যে ধরনের মাখামাখি থানার ভেতরে করেন তাতে অনেক পুলিশ অফিসারই অসন্তোষ প্রকাশ করেছেন বলে সাংবাদিকদেরকে জানান কতিপয় কিছু পুলিশ অফিসার সাংবাদিকদের কে বলেন যে উনারা উপরের র্যাংকে চাকরি করেন বিধায় আমরা অনেক কিছু দেখি কিন্তু বলতে পারিনা এ বিষয়টা আপনারাই লেখালেখি করেন।
তাছাড়া উক্ত ওসি দাউদ হোসেন মানুষদেরকে বলে বেড়ান যে উনি খুব উপর লেভেল থেকে খিলগাঁও থানায় এসেছেন তাকে সরানো খুব তাপ ব্যাপার তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্রদের কিছু ছেলেপেলেদের সাথে পরিচিত হওয়ার কারণে ভূমি ব্যবসায়ীদের সাথে তার দক্ষতা ও গড়ে ওঠে যা সাংবাদিকরা তদন্ত সারাক্ষেপ সাপেক্ষে আগামীতে প্রকাশ করবে নিম্নে নামগুলোর নিকট হতে উক্ত দাউদ ও তদন্ত অফিসার মোস্তফা মোটা অংকের পয়সা খেয়ে তাদেরকে অ্যারেস্ট না করে উক্ত গোপনে সেল্টার দিচ্ছে বলে এলাকা সূত্রে জানা গেছে।

আগামী সংখ্যায় বিস্তারিত
১-খলিলুর রহমান খলিল (৫১) সভাপতি ৫ ইউনিট ৭৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ
পিতা : মৃত জালালুদ্দিন মাদবর
সাং বালুর পাড়
২: গিয়াস উদ্দিন (৪৩) সাধারণ সম্পাদক ৫ নং ইউনিট ৭৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ
পিতা জামাল উদ্দিন
সাং বালুর পাড়
৩: মোহাম্মদ আলী (৫৯) সাবেক সভাপতি ৫ নং ইউনিট ৭৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ
পিতা : সাফিজ উদ্দিন
সাং বালুর পাড়
৪: কবির হোসেন (৪৮) আওয়ামী লীগ নেতা ৭৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ
পিতা: মৃত কামিজ উদ্দিন
সাং বালুর পাড়
৫ : সোহেল মিয়া (৩৮) সভাপতি ৫ নং ইউনিট ৭৫ নং ওয়ার্ড যুবলীগ
পিতা: মোহাম্মদ আলী
সাং বালুর পাড়
৬: শহীদুল্লাহ খান (৫৫) আওয়ামী লীগ নেতা ৭৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ
পিতা :মৃত মানিক মিয়া
সাং বালুর পাড়
৭: রবিউল্লাহ (৪৭) আওয়ামী লীগ নেতা ৭৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ
পিতা :মৃত আজগর আলী
সাং বালুর পাড়
৮: আকাশ হোসেন (৩০) যুবলীগ নেতা ৭৫ নং ওয়ার্ড যুবলীগ
পিতা: মোহাম্মদ আলী
সাং বালুর পাড়
৯: নূর হোসেন (৩২) যুবলীগ নেতা ৭৫ নং ওয়ার্ড যুবলীগ (মাদক সম্রাট)
পিতা:মৃত মিসির আলি
সাং বালুর পাড়
১০: কাজি রনি (৩৫) যুবলীগ নেতা ৭৫ নং ওয়ার্ড যুবলীগ
পিতা : কাজী আব্দুল হাই
সাং বালুর পাড়
১১.রবিউল আলমগীর (৪১) পিতা: আজগর বেপারী
১২.আঃ হালিম পিতা: আ: হাসিম মিয়া
১৩.নুর হোসেন পিতা: মিছির আলী।
সর্ব সাং বালুর পাড়,খিলগাঁও, ঢাকা
১৪.রোমান( ৩০) পিতা: শফিকুল ইসলাম
১৫.রনি (৩২) পিতা আবদুল হাই
১৬.কবির হোসেন (৫২) পিতা: কামিজ উদ্দিন
১৭.খালেক বেপারী (৬৩) পিতা: আয়েত আলী
১৮.খলিল মিয়া (৫৪) পিতা: জালু উদদীন
১৯.গিয়াস উদ্দিন (৫১) পিতা: জামাল উদ্দিন কাজী৷
২০.হিরো (৫৩) পিতা: জয়নাল আবেদীন
২১.কাজী কলু লিটন
মফিজ (৩৮) পিতা: রেশন আলী
সর্ব সাং বালুর পাড়, খিলগাঁও, ঢাকা ১২১৪