ধামরাইয়ে রাতের আঁধারে কৃষি জমির মাটি লুটপাট : প্রশাসন নিরব

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে কৃষি জমির মাটি লুট করে নিয়ে যাচ্ছে একটি মাটিখেকু সিন্ডিকেট চক্র ।
জানাগেছে , ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ভেকু দিয়ে ট্রাক যোগে কৃষি জমির মাটি লুট করে নিয়ে যাচ্ছে মাটি খেকু চক্রটি ।
এদিকে সিন্ডিকেট চক্র গুলো বিভিন্ন স্পটে মাটি লুটপাট করে যাচ্ছে বাইশাকান্দা এলাকায় আবুল হোসেন , হালিম , আরশেদ আলী , সানোড়া খালপাড়া গ্ৰামে বকুল মিয়া ,বাবু জালসা এলাকায় মফিকুল মেম্বার , সুলাইমান হোসেন সুতিপাড়া এলাকার নয়াচর গ্ৰামে রহমান , করিম নান্নার ইউনিয়নের রঘুনাথপুর বিলে আহসান হাবীব , শুকুর আলী , শাজাহান মেম্বার কুশুরা ইউনিয়নের বোচারবাড়ী এলাকায় নজরুল ইসলাম কাওয়ালীপাড়া বাগজান এলাকায় ছানোয়ার হোসেন , গুড় ছালাম নান্নারের ধাইরা গ্ৰামের আব্দুর রশিদ বালিয়া কালীঘাট এলাকায় আব্দুল রাজ্জাক ও সালাম ।
এই সিন্ডিকেট চক্র গুলো কৃষকদের বিভিন্ন কায়দায় বিপদে ফেলে রাতের আঁধারে কৃষি জমির মাটি ভেকু দিয়ে কেটে ট্রাক যোগে ইটভাটায় বিক্রি করছে । কৃষকদের সাথে প্রায়ই দেখা যায় মাটিখেকুদের মারামারি । ভুক্তভোগী জমির মালিকরা উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিসে লিখিত অভিযোগ দিলে মাটি কাটা ঐ ভেকু উপজেলায় এনে জব্দ করলে ও অজ্ঞাত কারনে ৪/৫ দিন পর ভেকুটি ছেড়ে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা । প্রশাসনের নিরবতার কারনে ধামরাইয়ে ১৬ টি ইউনিয়নের কৃষি জমি হারিয়ে যাচ্ছে । কৃষি জমি গুলো হয়ে যাচ্ছে পুকুর ও জলাশয়ে ।
এলাকাবাসীর দাবি অবিলম্বে এই মাটি খেকুদের হাত থেকে ধামরাইয়ের কৃষি জমি রক্ষা করতে প্রশাসনের উদ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ।