অপরাধঅব্যাবস্থাপনাএক্সক্লুসিভ

বরগুনায় জোড়া খুন, এলাকাজুড়ে চাঞ্চল্য

এক রাতেই বরগুনায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। বুধবার, ১২ মার্চ রাতে জেলার দুটি পৃথক স্থানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনাসূত্রে জানা যায়, রাত ১ টার দিকে বরগুনা সদরের প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন ঝোঁপ থেকে মন্টু চন্দ্র দাস নামে (৩৫) বছরের এক যুবকের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মন্টু চন্দ্র দাস বরগুনা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়ইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে। অন্যদিকে সকালে বরগুনা সদরের ১ নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকা থেকে মো. হোসেন ডাক্তারের ছেলে মো. মিরাজের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।নিহত মিরাজ ও মন্টু চন্দ্র দাসের পরিবারের দাবী, দু’জনকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

দুই খুনের ঘটনায় পুরো এলাকাজুড়ে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মন্টুর ও মিরাজের মরদেহ উদ্ধার করার পাশাপাশি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।

তবে দুটি ঘটনার কোনটির সাথেই রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং একটির সাথে অপরটি কাকতালীয়। ঘটনায় জরিত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো পাশাপাশি মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button