নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের আমিনবাজারের ইজারা নিয়ে ঘটে গেল এক রহস্যময় কাহিনী

নিজস্ব প্রতিনিধিঃ আমিন বাজার ইজারা যারা নেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গার নোয়াখালীর প্রায় 49 জন ফরম সংগ্রহ করি, কিন্তু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলে,যেটা সমন্বয় করে এক সাথে ফরমগুলো জমা দিতে হবে, এই বলে আমাদের সবার থেকে তারা ফরমগুলো জোরপূর্বক নিয়ে নেই। পরবর্তীতে সিদ্ধান্ত আমার নামে ইজারা নেওয়া হবে।
রাত ৩টায় ধানসিড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের এর বাড়িতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন মাস্টার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কতিপয় সদস্য কামরুল হাসান আকাশের পকেট হতে রিভেলবার বাহির করে ধানসিড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ফজর রাব্বি, টাইলস মেস্ত্রী কাজ করে বেলাল সহ আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে ৩ টি ১০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করে।
তারপর তারা সারারাত জিম্মি রেখে আমাকে সকালে ছেড়ে দেয়।আমার লোকজন যখন ইজারার বিষয়ে উপজেলায় যায়, তখন আমি মোটরসাইকেল নিয়ে তাদের নিয়ে চলে আসি,কারণ পুরো ব্যাপারটা সমঝোতার মাধ্যমে তারা বলেছিল হবে,ইতিমধ্যে তারা আমার গাড়িবহরে হামলা করে,কিন্তু তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার অজান্তে আমরা কবিরহাট উপজেলা অফিস থেকে বাহির হয়ে আসার পথে কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর চাচাতো ভাই কবিরহাট পৌরসভা সেচ্ছাসেবকদলের সিঃযুগ্ন আহবায়ক রায়হান মঞ্জুর চাচাতো ভাই আওয়ামী লীগ হতে অনুপ্রবেশ কারী জলিলুর রহমান মানিক সহ ছাত্রলীগ যুবলীগের ৪০- ৫০জন নিয়ে আমাদের ওপর পিছন হতে হামলা করে,হামলায় আহত –
১ আবদুল হাকিম সুজন ৩৮পিতা আবদুল আলী মাথায় আগাত সদস্য সচিব ধানসিঁড়ি ইউনিয়ন যুবদল ও সাধারণ সম্পাদক আমিন বাজার পরিচালনা কমিটি
২ আবদুল আলী ধনু মেম্বার ৬৪ সহ সভাপতি ৮ নং ওয়ার্ড় ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপি পিতা ঃমৃত বসু মিয়া
৩ আবদুর রব ১৬ ছাত্রদল কর্মী পিতা রফিক উল্যা দুটো দাত ভেঙেছে ও ৬ টি সেলাই
৪আবদুল মালেক ৪৫ সাধারন সম্পাদক ০৮ নং ওয়ার্ড় ধানসিঁড়ি ইউনিয়ন যুবদল পিতা ঃ মৃত আবুল হাসেম
৫ মনির হোসেন ১৮ শ্রমিকদল কর্মী পিতা ঃ আবদুল মালেক
৬ ফরহাদ হোসেন ৩৩ সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৮ নং ওয়ার্ড় যুবদল ধানসিঁড়ি পিতা ঃ সফিক উল্যা
৭ মোঃ আরিফ ৩৮সহ সাধারণ সম্পাদক ধানসিঁড়ি ইউনিয়ন শ্রমিকদল পিতা ঃ বদিউল আলম
৮নিজাম উদ্দিন ৪৩ সাবেক সভাপতি ৮ নং ওয়ার্ড় ধানসিঁড়ি ইউনিয়ন যুবদল পিতা ঃ মৃত আবদুল আউয়াল
৯ জামাল উদ্দিন ৪৪ ৮ নং ওয়ার্ড়,ধানসিঁড়ি ইউনিয়ন যুবদল পিতা ঃ রুহুল আমিন
১০মিরাজ উদ্দিন ২৪ সাবেক সহ সভাপতি -ন্যাশনাল মডেল কলেজ ছাত্রদল,পিতা ঃ আবদুল আলী।
১১ আনোয়ার হোসেন ২৮ সাবেক সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড় ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রদল পিতাঃ আবদুল আলী
কোন কথিত ছাত্রদল নেতার চট্টগ্রাম মহানগর উত্তরের কামরুল ইসলাম আকাশ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের নুরুদ্দিন মাস্টার এবং লম্বা মান আমি আমার পরিবারের রান্না শোক হুমকি এবং তার পরের দিন তাদের এক লোকের বাড়িতে আগুন লাগিয়ে আমি আমার বাবার নাম ঢুকিয়ে দিতে চায় যেটা পরবর্তীতে জানাজানি হওয়ার কারণে পারেনি আব্দুল হাকিম সুজন সদস্য সচিব ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের নোয়াখালী কবিরহাট উপজেলা ধানসিড়ি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব