আইন, ও বিচারআন্তর্জাতিক

আওরঙ্গজেবের মাজার সরানো ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ: ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এক বিবৃতিতে বলেন, ভারতের মোদি সরকার ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা ভারতবর্ষ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধিকে তারা হুমকি মনে করছে।

মোদি সরকার সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন প্রান্তের মুসলিমদের মসজিদ এবং মাদ্রাসা গুঁড়িয়ে দিচ্ছে। তাদের এহেন কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে।


তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের মোদি সরকার আওরঙ্গজেবের মাজারকে স্থান থেকে সরিয়ে দিয়ে মুসলিমদের ইতিহাস এবং ঐতিহ্যকে বিলীন করে দিতে যাচ্ছে যাহা মুসলমানদের মনের মধ্যে গভীর আঘাত দিচ্ছে। আঘাতপ্রাপ্ত মুসলমান যদি রুখে দাঁড়ায় তাহলে মোদি সরকার ভারতকে রক্ষা করতে পারবে না।

তাই আমি বলি এখনো সময় আছে আপনারা সাবধান হয়ে যান এবং মুসলমানদের সাথে সমঝোতা করে ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করুন অন্যথায় সারা পৃথিবীর মুসলিম এক হয়ে যাবে তখন আপনারা বিশ্বের কোথাও স্থান পাবেন না।


তিনি আরো বলেন, ষড়যন্ত্র করে পৃথিবীর কোথাও মুসলমানদেরকে দমিয়ে রাখা যায়নি এবং ভবিষ্যতেও কেউ মুসলমানদেরকে দমাতে পারবে না। তিনি ভারত সরকারকে সাবধান করে দিয়ে বলেন, মুসলমানদের মসজিদ-মাদ্রাসা, অলি আল্লাদের মাজার ইত্যাদি নিয়ে আপনারা মজা খেলা করবেন না।

যদি মুসলমানদের ইতিহাস-ঐতিহ্যকে বিলীন করে দেওয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের মুসলমান সহ সারা বিশ্বের মুসলিম আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তখন আপনারা পালাবার পথ পাবেন না।


তিনি জাতিসংঘকে এবং ওআইসিকে ভারতের এহেন মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা দিয়ে ভারত সরকারকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানান। ভারত সরকার যদি এভাবে মুসলিম নিধন এবং নির্যাতন অব্যাহত রাখে তাহলে ভারতবর্ষ অস্থিতিশীল হয়ে যাবে এবং ভারত ভেঙ্গে খন্ড খন্ড হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button