এক্সক্লুসিভরাষ্ট্রনীতি

অর্থ উপদেষ্টাকে একই প্রশ্ন তিন বার,খালেদ মহিউদ্দিন পেলেন না উত্তর

সালাউদ্দিন দোলনের ফেসবুক থেকেঃ সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব অর্থ উপদেষ্টা সাহেব কে তিনবার একটি প্রশ্ন করলেন । প্রশ্ন টি হলো গত সাত মাসে টাকা পাচার বন্ধ থাকার পরেও রিজার্ভ কেন বাড়ছে না । তিনি একবারও এই সহজ প্রশ্নের সহজ উত্তরটা দিতে পারেননি ।

অথচ তিনি এবং গভর্নর সাহেব মিলে অসাধারণ কাজ করেছেন এবং করে যাচ্ছেন প্রতিনিয়ত । সম্ভবত মরহুম সাইফুর রহমান সাহেবের পরে বাংলাদেশের অর্থনীতি এখন সবচাইতে যোগ্য লোকদের হাতে ।

উত্তর টা হওয়া উচিত ছিলো:

ক: জমে থাকা অনেক বিদেশী ঋণ এবং সুদ পরিশোধ করা হয়েছে

খ: এলসি খোলার উপর যে রেস্ট্রিকশন ছিলো তা উঠিয়ে নেয়া হয়েছে যার ফলে বিজনেসম্যান , ইন্ডাস্ট্রিয়ালিস্ট রা প্রয়োজনীয় এলসি খুলতে পারছেন কোনো বাধা ছাড়াই

গ: নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার নিজে অনেক পণ্য আমদানি করছে

ঘ: আকুর সকল দেনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে

এই প্রধান চার কারণে রিজার্ভ বাড়ছে না কিন্তু স্টেবল আছে বিশ বিলিয়ন ডলারে ।প্রত্যেকেই সঠিক ভাবে নিজের কেস নিজে মেক আউট করা উচিত যেন কেউ নেশন কে মিসলিড করতে না পারে ।

পোষ্ট টি শেয়ার করেছেন অন্তবর্তিকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button