মুরাদনগরের খোষঘর (চৌচালা পাড়া) রাতের আঁধারে চলছে মাটি খেকুদের তান্ডব মাটি যাচ্ছে ইটভাটায়

জেলা প্রতিনিধি কুমিল্লা: কুমিল্লা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর (চৌচালা পাড়) ফসলি জমি থেকে রাতের আঁধারে চলছে মাটি খেকুদের মাটি কাটার মহাউৎসব।
সরেজমিনে গিয়ে দেখা গেছে খোষঘর ফসলী জমি থেকে মাটি কেটে সেই মাটি খোষঘর ও ইস্টগ্রামের মাঝে দিয়ে বয়ে যাওয়া বুড়ি নদী উপর (গাং)ভরাট করে রাস্তা তৈরি করে সেই রাস্তা দিয়ে কুমিল্লা বি-বাড়িয়া মহাসড়কের ইস্টগ্রাম স্টেশন হয়ে রাতের আঁধারে প্রায় এক সপ্তাহ ধরে ১২ টি ড্রাম ট্রাকের মাধ্যমে মাধবপুর সুপারস্টার ব্রিক ফিল্ড ও ইস্টগ্রাম সজীব ব্রিক ও
অন্যদিঐকে মাটি বহনকারী ড্রাম ট্রাকের দাপটে রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হচ্ছে, দিনরাত মাটি বাহি ড্রাম ট্রাক চলাচলের কারণে আশপাশের প্রায় সব রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। ধুলাবালির কারণে মানুষ চলাচল করতে পারছে না। সড়কটির বিভিন্ন স্থান ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
একাধিক স্থানে বিটুমিনের উপর মাটির স্তর সৃষ্টি হয়েছে। কোথাও বেশি, আবার কোথাও কম। মাটির প্রলেপে মিশে পিচ্ছিল হচ্ছে মহাসড়ক। এতে ঘটছে ছোট–বড় দুর্ঘটনা।
ভূমি দস্যু মোঃ মাহাবুব আলম,মোঃ উজ্জল মো:পঞ্চ সিন্ডিকেটের মাধ্যমে মাটি পৌঁছে যাচ্ছে ইটভাটায়। স্থানীয় অনেকেই প্রতিবাদ করলে তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভূমি দস্যু মো: মাহবুব, দেবীদ্বার উপজেলা বড় শালঘড় গ্রামের মৃত্যু: সিদ্দিক মেম্বার ছেলে । মোঃ পঞ্চ, মোঃ উজ্জল ইষ্টগ্রাম দক্ষিণ পাড়ার একই উপজেলার মৃত: আব্দুর রশিদ মিয়ার ছেলে। এলাকাবাসীর অভিযোগ ভূমি দস্য মাহাবুব সিন্ডিকেট দীর্ঘদিন যাবত অবৈধ মাটি কাটার ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে নারাজ তবে প্রসাশন চাইলে এ প্রভাবশালী মাটি খেকুদের হাত থেকে ফসলে জমি রক্ষা করা সম্ভব।