রাজনীতি

সংস্কার নিয়ে ১৫ দলের মত পেয়েছে ঐকমত্য কমিশন

নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগসহ ৬টি খাতের সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে আগামীকাল।

ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে দলগুলোর সাথে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টি রাজনৈতিক দল সংস্কার নিয়ে তাদের মতামত জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আলোচনায় সংস্কারের পাশাপাশি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপও নির্ধারণ হওয়া উচিত।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে আলাদাভাবে ১১ টি কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে সংস্কার প্রতিবেদনও জমা দেয়া হয়। 

এসব প্রতিবেদন নিয়ে রাজৈনতিক দলগুলোর সাথে আলোচনার জন্য গঠন করা হয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে সংস্কারের সুপারিশগুলো ছক আকারে দলগুলোর কাছে পাঠিয়ে মতামত চাওয়া হয়েছিল। এরই মধ্যে ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বেশ কিছু রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। আর ১৬টা দল বলছে তারা ১/২ দিনের মধ্যে তাদের মত জানাবে। এরমধ্যে বেশ কিছু বড় বড় দলও আছে।’

এবার রাজনৈতিক দলগুলোর সাথে এসব সুপারিশ নিয়ে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত এই আলোচনা চলবে। ধারাবাহিকভাবে সব দলের সাথে আলোচনা হবে। 

শফিকুল আলম বলেন, ‘এখন ওয়ান টু ওয়ান দলগুলোর সঙ্গে কথা বলবে যে, যেটা হয় হিউম্যান ইন্টার‍্যাকশনের মাধ্যমে কোথায় কোথায় কি কি তাদের অবজার্বেশন, কোথায় তাদের রিজার্বেশন আছে, কি করলে ডেমোক্রেটিক প্রসেসটা আমাদের স্মুথ হবে।’

রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ সরকারকে দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘সংস্কার যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণেরও একটি প্রয়োজনীয়তা আছে। সেটা মনে রেখে অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচনের ব্যাপারে সরকারের সুস্পষ্ট রোডম্যাপ বা সুস্পষ্ট বক্তব্যও তারা প্রত্যাশা করছে।

ঐকমত্য কমিশন প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button