ইসলাম ধর্ম

সূরা আদিয়াত, মক্কী আয়াত- ১১, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে

১। কসম ঐ সমস্ত অশ্বের যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,

২। যারা পায়ের ক্ষুরের আঘাতে অগ্নিস্ফুলিংগ বিচ্ছুরিত করে,

৩। অতঃপর প্রভাতকালে অতর্কিতে আক্রমণ করে,

৪। তখন উৎক্ষিপ্ত করে ধূলিরাশি,

৫। তারপর শত্রুদলের মধ্যস্থলে ঢুকে পড়ে,

৬। নিশ্চয় মানুষ স্বীয় রব্বের প্রতি বড়ই অকৃতজ্ঞ;

৭। আর একথা তার নিজেরও অবশ্যই জানা আছে;

৮। ধন-সম্পদের প্রতি তার তো রয়েছে প্রবল আসক্তি,

৯। তবে কি তার জানা নেই, যখন কবরে যা আছে তা উত্থিত করা হবে?

১০। এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?

৬। নিশ্চয় মানুষ স্বীয় রব্বের প্রতি বড়ই অকৃতজ্ঞ;

৭। আর একথা তার নিজেরও অবশ্যই জানা আছে;

৮। ধন-সম্পদের প্রতি তার তো রয়েছে প্রবল আসক্তি,
৯। তবে কি তার জানা নেই, যখন কবরে যা আছে তা উত্থিত করা হবে?

১০। এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?

১১। নিশ্চয় তাদের রব্ব, তাদের সে দিনের অবস্থা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞাত আছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button