সূরা আল বুরুজ, মক্কী আয়াত-২২, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। কসম বুরুজ বিশিষ্ট আসমানের,
২। এবং প্রতিশ্রুত দিবসের,
৩। এবং দুষ্টার ও দুষ্টের,
৪। ধ্বংস হয়েছে অগ্নিকুণ্ডের অধিপতিরা,
৫। বহু ইন্ধন বিশিষ্ট অগ্নিকুণ্ডের অধিকারীরা,
৬। যখন তারা তার আশেপাশে উপবিষ্ট ছিল,
৭। এবং মু’মিনদের প্রতি তারা যে নির্যাতন করেছিল, তা প্রত্যক্ষ করছিল।
৮। আর তারা মুমিনদেরকে শুধু এ কারণে নির্যাতন করেছিল যে, তারা পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহর প্রতি ঈমান রাখত,
১। যিনি আসমান ও যমীনের সর্বময় কর্তৃত্বের অধিকারী। আর আল্লাহ প্রত্যেক বস্তু সম্বন্ধে সম্যক অবহিত আছেন।
১০। নিশ্চয় যারা মু’মিন পুরুষ ও মুমিন নারীদেরকে নিপীড়ন করেছে, অতঃপর তারা তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং বিশেষ করে তাদের জন্য আছে দহন যন্ত্রণার আযাব।
১১। অবশ্যই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নদেশে প্রবাহিত হয় নহরসমূহ। এটাই মহা সাফল্য। ১২। নিশ্চয় আপনার রব্বের পাকড়াও বড়ই কঠিন।
১৩। তিনিই প্রথম বার পয়দা করেছেন এবং পুনর্বার জীবিত করবেন।
১৪। তিনি পরম ক্ষমাশীল, অতিশয় প্রেমময়,
১৫। তিনি আরশের অধিপতি, অতি উচ্চ মর্যাদাশালী,
১৬। তিনি যা ইচ্ছা করেন তা-ই করে থাকেন।
১৭। আপনার কাছে পৌঁছেছে কি সৈন্যবাহিনীর কাহিনী,
১৮। ফেরাউনের ও ছামুদের?
১৯। বরং যারা কাফির তারা তো লিপ্ত রয়েছে মিথ্যারোপ করায়,
২০। আর আল্লাহ্ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে আছেন।
২১। বস্তুতঃ এ এক মহা সম্মানিত কোরআন,
২২। যা লওহে মাহফুযে সংরক্ষিত আছে।