ইসলাম ধর্ম
সূরা আসর, মক্কী আয়াত- ৩, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। কসম যমানার,
২। নিশ্চয় মানুষ তো রয়েছে ভীষণ ক্ষতির মধ্যে,
৩। তবে তারা নয়, যারা ঈমান আনে
ও নেক কাজ করে এবং একে অন্যকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।