ইসলাম ধর্ম

সূরা ইনফিতাহ, মক্কী – আয়াত- ১৯, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে

১। যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে,

২। যখন নক্ষত্রসমূহ বিক্ষিপ্তভাবে খসে পড়বে,

৩। যখন সাগরসমূহকে উত্তাল করে তোলা হবে,

৪। এবং যখন কবর সমূহকে উন্মোচিত করা হবে।

৫। তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে, সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি সে পশ্চাতে রেখে এসেছে।

৬। হে মানুষ! কিসে তোমাকে বিভ্রান্ত করল তোমার এমন মহান প্রভু সম্পর্কে?

৭। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুঠাম করেছেন, তারপর তোমাকে সুষম করেছেন।৷ ৮। যে আকৃতিতে তিনি চেয়েছেন, তোমাকে গঠন করেছেন। ৯। কখনই এরূপ বিভ্রান্তিতে
পতিত থাকা উচিত নয়, বরং তোমরা তো শেষ
বিচারকেই অস্বীকার করছ।

১০। নিশ্চয়ই তোমাদের উপর নিযুক্ত রয়েছে সংরক্ষক ফেরেশতাগণ,

১১। সম্মানিত লেখকবৃন্দ;

১২। তারা জানে তোমরা যা কর।

১৩। নিশ্চয় নেককার লোকেরা থাকবে সুখে-শান্তিতে পরম স্বাচ্ছন্দ্যে;

১৪। আর অবশ্যই পাপাচারীরা থাকবে দোযখে,

১৫। তারা বিচার দিবসে তাতে প্রবেশ করবে।

১৬। সেখান থেকে তারা অনুপস্থিত থাকতে পারবে না।

১৭। আপনি কি জানেন, বিচার দিবস কি?

১৮। পুনরায় বলছিঃ আপনি কি জানেন, সেই বিচার দিবসটি কি রকম?

১৯। সেদিন এমন হবে যে, কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button