ইসলাম ধর্ম
সূরা কারিয়াহ, মক্কী আয়াত- ১১, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। সজোরে আঘাতকারী মহাপ্রলয়। ৬
২। কি সেই মহাপ্রলয় ?
৩। মহাপ্রলয় কি, আপনি কি জানেন?
৪। সেদিন মানুষ ইতস্ততঃ বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে
৫। এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
৬। তখন যার পাল্লা ওজনে ভারী হবে,
৭। সে তো সুখ-শান্তিময় সন্তোষজনক জীবনযাপন করবে।
৮। আর যার পাল্লা ওজনে হাল্কা হবে,
৯। তার বাসস্থান হবে ‘হাবিয়া’।
১০। আর আপনি কি জানেন, তা কি?
১১। তা হল এক জ্বলন্ত অগ্নি।