ইসলাম ধর্ম

সূরা তাকাছুর, মক্কা আয়াত- ৮, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে

১। তোমাদেরকে ভুলিয়ে রাখে প্রাচুর্যের লালসা;

২। যে পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও।

৩। এরূপ কখনও উচিত নয়, শিগগিরই তোমরা জানতে পারবে।

৪। আবার বলছি: এরূপ করা সংগত নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।

৫। কখনই নয়, যদি তোমরা নিশ্চিতরূপে জানতে (তবে তোমরা ভুলে থাকতে না।)

৬। অবশ্যই তোমরা দোযখ দেখবে;

৭। আবার বলছি : অবশ্যই তোমরা তা দেখবেই প্রত্যক্ষ বিশ্বাসে,

৮। তারপর সেদিন তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button