সূরা তারিক, মক্কা আয়াত- ১৭, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। কসম আসমানের এবং রাত্রিকালে যা আত্মপ্রকাশ করে তার
২। আপনি কি জানেন, রাত্রিকালে যা আত্মপ্রকাশ করে তা কি?
৩। তা সমুজ্জ্বল নক্ষত্র।
৪। এমন কোন মানুষ নেই, যার উপর কোন তত্ত্বাবধায়ক নেই।
৫। সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত, কি বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে!
৬। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নিঃসৃত পানি থেকে।
৭। যা বহির্গত হয় মেরুদণ্ড ও বক্ষদেশের মধ্য থেকে,
৮। নিশ্চয় আল্লাহ্ মানুষকে পুনর্বার সৃষ্টি করতে অবশ্যই সক্ষম।
৯। যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
১০। সেদিন তার কোন ক্ষমতা থাকবে না এবং কোন সহায়কও থাকবে না।
১১। কসম আসমানের, যা থেকে বৃষ্টিপাত হয়,
১২। এবং কসম যমীনের, যা (বীজ অঙ্কুরিত হওয়াকালে) বিদীর্ণ হয়।
১৩। নিশ্চয় এ কোরআন ফয়সালাকারী বাণী,
১৪। আর তা কোন নিরর্থক বস্তু নয়।
১৫। তারা তো ভীষণ চক্রান্ত করছে
১৬। এবং আমিও নানা রকম কৌশল করছি।
১৭। সুতরাং আপনি কাফিরদেরকে অবকাশ দিন; অল্প কিছু কালের জন্য তাদেরকে অবকাশ দিন।