ইসলাম ধর্ম
সূরা হুমাযা, মক্কী আয়াত- ৯, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। প্রত্যেক এমন ব্যক্তির জন্য দুর্ভোগ, যে পশ্চাতে ও সম্মুখে পরনিন্দা করে;
২। যে মাল জমা করে এবং তা বার বার গণনা করে;
৩। সে মনে করে যে, তার মাল চিরকাল তার কাছে থাকবে।
৪। কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়,
৫। আপনি কি জানেন, ‘হুতামা’ কি?
৬। তা আল্লাহ্ প্রজ্জ্বলিত অগ্নি।
৭। যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছবে।
৮। সে আগুন তাদের উপর বেঁধে দেয়া হবে,
৯। বড় বড় লম্বা খুঁটিতে।