জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, ঠাকুরগাঁও এর উদ্যোগে ‘ মত বিনিময়,গণ- সচেতনতা ও সতর্কীকরণ ‘শীর্ষক সভা

ডেস্ক রিপোর্টঃ সচেতন হোন ,ভেজাল প্রতিরোধে সারাদেশে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।
গত ২১/০৩/২০২৫ বিকাল ২.৩০ মিনিটে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, উপজেলা রাণীশংকৈল,জেলা- ঠাকুরগাঁও এর উদ্যোগে ‘ মত বিনিময়,গণ- সচেতনতা ও সতর্কীকরণ ‘শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,রাণীশংকৈল পৌর বনিক সমিতির সভাপতি জনাব মো: মোখলেছুর রহমান, সম্পাদক জনাব মো : ইসতেখার আলী,জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের আহ্বায়ক মো: সিরাজুল ইসলাম, সদস্য সচিব সরিফ উদ্দীন আহাম্মদ,সদস্য মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক,মুক্তিযোদ্ধা মো:ফজলুল করিম,বণিক সমিতির অন্যতম সদস্য ফেরদৌস আলম মানিক,মো: আবদুল খালেক,প্রান গোবিন্দ সাহা,সুলোক চন্দ্র বসাক,মো: তাজুল ইসলাম, নিমাই চন্দ্র দে সহ আরো অনেকে।
উক্ত সভায় সকল ব্যবসায়ী মহলকে সততা বজায় রেখে, পরিবেশ ঠিক রেখে হালাল পথে ব্যবসা করার ব্যাপারে সচেতন করা হয়।এর সাথে একটি লিফলেট বিতরণ করা হয়।