ইসলাম ধর্ম

ধনীদের সম্পদকে সুরক্ষিত করতে যাকাত আদায় নিশ্চিত করতে হবে

ঢাকা বিভাগের যাকাতের সেমিনারে আলোচকবৃন্দ

বিশিষ্ট আলেম-ওলামাবৃন্দ যাকাতের সেমিনারে বলেছেন, প্রতিটি মুসলিম ধনী ব্যক্তির সম্পদকে সুরক্ষিত করতে যাকাত আদায় নিশ্চিত করতে হবে। যাকাত সঠিকভাবে আদায় না করলে তাদের সম্পদ ধ্বংস হবে।

আজ শনিবার, ২২ মার্চ ২০২৫ খ্রি. তারিখে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে “যাকাতের অর্থ সংগ্রহ ও প্রবৃদ্ধির লক্ষ্যে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার তারা এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড গভর্নর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মাহফুজুল হক। এছাড়াও মাদারীপুরের শিবচর জামেআতুস সুন্নাহ মাদ্সার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব মোঃ আব্র রহিম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার, মহিউদ্দিন মাহিন, মোঃ আব্দুল হামিদ খান, উপপরিচালক হুমায়ুন কবির, আবুল কাশেম প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেন, আল্লাহর নির্দেশ মতে ধনী ও দরিদ্র মানুষের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে যাকাত আদায় নিশ্চিত করতে হবে। দেশে প্রচলিত যাকাতের সুষম বন্টন নিশ্চত করতে প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানো যেতে পারে। আমাদের আলেম ও ওলামাগণ যাকাত যে ফরজ ইবাদত এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন বোর্ড গভর্নর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মাহফুজুল হক বলেন, যাকাত আদায় ও বন্টন আরো সুচারুরূপে করতে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে। আমরা সেই চেষ্টা করতে বদ্ধপরিকর।

মাদারীপুরের শিবচর জামেআতুস সুন্নাহ মাদ্সার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী বলেন, বাংলাদেশের মানুষ সঠিক ভাবে যাকাত দিলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না। সঠিকভাবে যাকাত দিলে অন্ততঃ দুই বছর পর আমাদের দেশে যাকাত নেয়ার লোক থাকবে না।

বিল্লাল বিন কাশেম
গণসংযোগ কর্মকর্তা
ইসলামিক ফাউন্ডেশন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button