এক্সক্লুসিভ

বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশী নাগরিক ফেরত

সফিকুল ইসলাম স্টফ রিপোর্টার লালমনিরহাট: আজ ২১-০৩-২০২৫ইং রোজ শুক্রবার বিকাল ৫টা হইতে 5:10 মিনিট পর্যন্ত ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত তিনবিঘা করিডর নামক স্থানে সীমান্ত শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমার সাথে ০৫ জন এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব হোসেন সাথে ০৬ জন। উক্ত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক আটককৃত ০৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেন৷

আটকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃফেরদৌস ফরহাদ রশনি, ২৬ (তৃতীয় লিঙ্গ) পিতাঃ মোঃ ফরিদ ইসলাম।
হৃদয় হাসান সারওয়ার নুরজাহান, ২৮ (তৃতীয় লিঙ্গ) পিতাঃ মোঃ আনোয়ার হোসেন।
হামিদুল ইসলাম রিয়া মনি, ২৭ (তৃতীয় লিঙ্গ) পিতাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন উভয়ের ঠিকানা গ্রামঃ +পোঃ+থানাঃ মিরপুর, জেলাঃ ঢাকা।
মোঃ আদম আলী (৫২) পিতা আহমাদ আলী।
মোছাঃ আমিনা বিবি (৪২) স্বামী মোঃ আদম আলী উভয়ের ঠিকানা গ্রামঃ চন্দ্রখানা, পোঃ+থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম। আটকৃত ব্যক্তিকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

জানা যায় অদ্য ০৫-৩০ ঘটিকার সময় ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ন এর আঙ্গরপোতা বিওপি হতে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের সময় ৬ বিএসএফ এর ওমর ক্যাম্পের টহলদল কর্তৃক আটক হন। আটকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় উক্ত ব্যক্তিগণ অবৈধভাবে ২০২২ সালে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button