সূরা আর রাহমানের ফযিলাত ও আমল

ঘুমের মধ্যে এ সূরা পাঠ করতে দেখলে হাজ্জ করার সৌভাগ্য হবে এবং অন্তর সাথে খাস নিয়তে এ সূরা পাঠ করলে তার জন্য দোযখের দরজা। বন্ধ হয়ে যায় ও বেহেস্তের দরজা খুলে দেয়া হয়।
সূরা আররাহমান নিয়মিত পাঠ করলে কিয়ামতের দিন তারা চেহারা পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল হবে সে বেহেশতে প্রবেশ করবে ও তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন।
‘ফাহিআইয়্যি আলায়ি রাব্বিকুমা তুকাযযিবান’ এই আয়াতখানা তিনবার। পাঠ করে বিচারকের সামনে উপস্থিত হলে বিচারক তার প্রতি সদয় হবেন। ।৪. ফাবিআইয়্যি আলায়ি রাব্বিকুমা তুকাযযিবান’ এই আয়াতখানা পড়ে নীল সূতায় ৩১টি গিরা দিয়ে সূতা গর্ভবতীর গলায় দিলে সন্তান নিরাপদ ও সহজে ভূমিষ্ট হবে। ৫ ‘ফাবিআইয়্যি আলায়ি রাব্বিকুমা তুকাযযিবান’ এই আয়াতখানা একা ধারে চল্লিশ দিন পর্যন্ত সূর্য উঠার সময় পাঠকালে আঙ্গুল দিয়ে সূর্যের প্রতি ইশারা করলে মানুষ সহ যে কোন প্রাণী তার প্রতি নত হবে।