ইসলাম ধর্ম

সূরা ওয়াক্বি’আহর ফযিলাত ও আমল

১ এটি প্রাচুর্যের সূরা। রাসুল (সা) বলেছেন। যে ব্যক্তি প্রতি রাতে এ সূরা পাঠ করবে তার কোন অভাব অনটন হবে না।

২। এ সূরার আমল করে কেহ ধনবান হতে চাইলে প্রতি শুক্রবার রাতে বা’দ মাগরিব পচিশ বার দুরূদ পড়বে। পরে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় একবার করে এ সূরা পাঠ করবে, আল্লাহর মেহেরবানীতে সে ধনী হবে।

৩। হাদীসে বর্ণনায় আছে, এ সূরা লিখে গরভবতী নারীর শরীরে বেধে দিলে সহসা সন্তান ভূমিষ্ট হয়।

৪। এক স্থানে বসে মনোযোগের সাথে ৪১ বার পাঠ করলে রুযী রোযগারও শক্তি সামর্থ্য বৃদ্ধি পায়।

৫। সূরাটি নিয়মিতভাবে পাঠ করলে সে সর্ববিষয়ে লাভে থাকবে, লোকসান হবে না।

৬ এ সূরা লিখে কবজ তাবিজ বানিয়ে সাথে ব্যবহার করলে সমস্ত বিপদাপদ থেকে রক্ষা পাবে এবং রিযিক বৃদ্ধি পাবে।

৭। প্রতিদিন ফজর ও এশার নামাজের পরে নিয়মিত পাঠ করলে সে কখনো অভাবী হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button