ইসলাম ধর্ম
সূরা জুমুআহের ফযিলাত ও আমল

১. হযরত নবী করীম (সা) বলেছেন যে, এই সূরা পাঠকারীর আমলনামায় তার জনপদের সব জুমু’আর নামাজ আদায়কারীর ছওয়াব লেখা হবে।
২. নবী করীম (সা) ফরমাইছেন, যে একান্ত ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে এ সূরাটি পাঠ করে, আমি তার একান্ত সহচর।
৩. ‘যালিকা ফাদ্বলল্লাহি হতে আজীম’ পর্যন্ত ঝিনুকে লিখে দোকানের মালের মাঝে রেখে দিলে তাতে বিশেষ বরকত ও সমস্ত প্রকারের বিপদ হায় রক্ষা পায়।