ইসলাম ধর্ম
সূরা জ্বিন্ন-এর ফযিলাত ও আমল

রাসূলে করীম (সা.) এরশাদ করেছেন, যে ব্যক্তি পরম বিশ্বাসের সহিত এ সূরা তেলাওয়াত করবে, নবী করীম (সা.)-এর সহিত যত মোমিন লোকের সাক্ষাত হয়েছে তাদের সকলের পুণ্যের সমসংখ্যক পুন্য তার। নছিব হবে এবং জান্নাতুল মা’ওয়া নামক বেহেস্তে প্রবেশ করবে।
জ্বীন পরী বাধ্য করতে হলে পূর্ণ পবিত্রতার সহিত নির্ধারিত সময়ে নির্দিষ্ট। স্থানে বসে বিসমিল্লাহ সহকারে সাত হাজার বার সূরা জ্বীন পাঠ করবে। ইনশাআল্লাহ জ্বীন পরী হাজির হতে বাধ্য হবে।
কারও চোখে কোন রূপ বিমারী দেখা দিলে এ সূরাটি সাতবার পাঠ করে। রোগাক্রান্ত চোখে দম করবে। তাতে আল্লাহ তাআলার রহমতে চোখের। যে কোন পীড়া আরোগ্য হয়ে যাবে।