ইসলাম ধর্ম
সূরা তাওবাহ এর ফযিলাত ও আমল

১) হযরত রাসূলে করীম (স)-এর একটি হাদীস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি খাস দিলেও ও পরম বিশ্বাসের সহিত এ সূরাটি পাঠ করবে, আল্ল তাআলা হযরত আদম (আ.) ও হযরত দাউদ (আ.) এর তাওবার ন্যায় তার তওবা কবুল করবেন।
২) যে ব্যক্তি এই সূরাটি প্রত্যহ পাঠ করবে সে সমস্ত বিপদাপদ ও বালা মুছীবত হতে নিরাপদ থাকবে।
৩) যে কোন কঠিন কাজের সম্মুখীন হলে এ সূরাটি এগারবার পাঠ করবে। তাতে কঠিন কার্য আছান হয়ে যাবে।