ইসলাম ধর্ম

সূরা মুয্যাম্মিল এর ফযিলাত ও আমল

১. হাদীসে বর্ণিত আছে, যে ব্যক্তি সব সময় এ সূরা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সুখে শান্তিতে রাখবেন।

২. অন্য এক রেওয়াতে আছে, এ সূরা বিপদাপদের সময় পাঠ করলে ইন্‌শাআল্লাহ বিপদ হতে রক্ষা পাওয়া যায়।

৩. এ সূরা কাগজে লিখে দোকান বা কারখানায় ঝুলিয়ে রাখলে আল্লাহ তাআলার রহমত নাযিল হয় ও ব্যবসা বাণিজ্যে বরকত হয়। অথবা লিখে তাবিজ বানিয়ে অসুস্থ ব্যক্তির গলায় বেধে দিলে আরোগ্য লাভ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button