সূরা মূলক এর ফযিলাত ও আমল

১. হাদীসে বর্ণিত আছে, লাশ যখন কবরে রাখা হবে তখন তার পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসতে থাকবে। তখন দুই পা বলতে তোমাদের জন্য এ লোকটিকে শাস্তি প্রদানের কোন অধিকার নেই। কেননা, এ লোক সূরা মূলক পাঠ করে রাত্রি জাগরণ করেছে। অতঃপর আযাবের ফেরেশতা লাশের মাথার। দিক থেকে আসতে থাকবে। তখন তার জবাব বলবে, তোমাদের জন্য তাকে আযাব দেওয়ার কোন অধিকার নেই। কেননা, এ লোক দ্বারা সূরা মুলক তেলাওয়াত করতেন। তিনি [রাসুল (স) বলেছেন এ সূরা হলো কবরের আযাব প্রতিহত কারী। তাওরাতে যার নাম সূরা মুলক বলে বর্ণনা করা হয়েছে।
২. এই সূরা ৪১ বার পাঠ করলে তার বিপদ দূর হয় ও ঋণ পরিশোধ হয়। যে ব্যক্তি নিয়মিতভাবে এ সূরা পাঠ করবে, কিয়ামতের দিন এ সূরা তার জন্য আল্লাহ তা’আলার নিকট শাফায়াত করবে এবং পাপমোচন করে তাকে বেহেস্তে নিয়ে যাবে।
৩. সর্বদা এ সূরা আমল করলে কবর আযাব হতে রেহাই পাবে ও নিম্নের ৫টি। কাজ করলে কবর আযাব মাফ হয়। যেমন: ক. নিয়মিত নামাজ পড়লে। খ. গরীব-দুঃখীকে দান-খয়রাত করলে। গ. সর্বদা তাসবীহ পড়লে। ঘ. শুদ্ধরূপে কোরআন শরীফ তেলাওয়াত করলে। ঙ. প্রস্রাব করে প্রথমে ঢিলা-কুলুখ দ্বারা পবিত্র হয়ে পরে পানি নিলে। এছাড়া তিনটি বদাভ্যাস বর্জন করবে: ১। মিথ্যা কথা, ২। চোগলখুরী। ৩। গীবত, পরনিন্দা।