এক্সক্লুসিভ

অপু দীর্ঘদিন পলাতক এখনো রিহ্যাবের পরিচালক পদে বহাল

শেখ হাসিনার পতনের পর উত্তরাধিকার সূত্রে সন্ত্রাসী, লুটেরা নসরুল হামিদ বিপুর ভাই এন্তেখাবুল হামিদ অপু সাত মাসের বেশি সময় পলাতক থেকেও রিহ্যাবের পরিচালক পদে বহাল তবিয়তে আছেন।

প্রয়াত এমপি বাবার নাম ও হাসিনার লুটপাট সহযোগী প্রতিমন্ত্রী ভাইয়ের ক্ষমতায় ইন্তেখাব হামিদ অপু পুরো আ. লীগ শাসনামলে খ্যাত ছিল প্রিন্স অব ডার্ক ওয়ার্ল্ড অব বিদ্যুৎ, রিয়াল এস্টেট সেক্টর ও বীমা খাত। অপ্রতিরোধ্য গতি ছিল এই ডার্ক প্রিন্সের।

শ্যুটিং ফেডারেশন আড়ালে অবৈধ অস্ত্রের ব্যবসা, কেরানীগঞ্জে ক্ষমতার দাপটে সাধারণ মানুষের কোটি কোটি টাকার জমি জবর দখল, রিহ্যাবে ২০২১-২০২৩ সালে বিনা ভোটে বিপুর পছন্দ ও পরিকল্পনায় বিনা ভোটে কমিটি গঠন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখারসহ বহু অভিযোগ রয়েছে অপুর বিরুদ্ধে।

তার এ অপ্রতিরোধ্য গতিতে সার্বক্ষণিক সহযোগী ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতি মন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠ সহচর শামসুল আলামিন গ্রুপের মালিক আলমগীর শামসুল আলামিন কাজল।
বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নসরুল হামিদ বিপু শামসুল আলামিন গ্রুপের কর্ণধার কাজল, ও ইন্তেখাবুল হামিদ অপু গংরা মিলে রিহ্যাবকে তাদের উত্তরাধিকার সম্পত্তির মতো দীর্ঘদিন দখলে রেখেছিলেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ সময়ে রিহ্যাবের কয়েক কোটি টাকা আত্মসাৎ ও লুটপাট করেছেন নসরুল হামিদ বিপু, তার ভাই অপু এবং শামসুল আলামীন গ্রুপের কাজল ও তাদের অন্য সযোগীরা।


২০২৪ এর ৫ আগস্ট হাসিনার সরকারের পতনের টের পেয়ে কেরানিগঞ্জের দানব খ্যাত নসরুল হামিদ বিপু সপরিবারে , তার ভাই অপু ও শামসুল আলামিন গ্রুপের কাজলরা,দেশ থেকে পালিয়ে যায়।
ইন্তেখাবুল হামিদ অপু রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পরিচালনা পর্ষদের একজন পরিচালক। রিহ্যাবের নীতিমালায় বলা রয়েছে কোনো পরিচালক তিন সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ বাতিল বলে গণ্য হবে।


ইন্তেখাবুল হামিদ অপু ২০২৪ এর ৫ আগস্ট থেকে পলাতক থাকার পরও কীভাবে তার পরিচালক পদ বহাল থাকে এ বিষয়ে জানতে রিহ্যাবের চেয়ারম্যান এম ওয়াহিদুজ্জামানের কাছে জানতে তার মোবাইলে জানতে চাইলে তিনি কল রিসিভ করে নি। তবে লিয়াকত আলী ভূইয়া এই বাংলাকে বলেন, এন্তেখাবুল হামিদ অপু ৫ আগষ্টের পর থেকে অনুপস্থিত রয়েছেন। পরিচালনা পরিষদের সভায় এ বিষয়ে এখনো কোন আলোচনা হয় নি। এ কারনে বিষয়টি নিয়ে কোন সিদ্ধান্ত হয় নি। তবে পরিচালনা পর্ষদ থেকে প্রস্তাব আসলে এন্তেখাবুল হামিদ অপুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।


তবে, সংশ্লিষ্ট একটি সূত্র বলেছেন, ইন্তেখাবুল হামিদ অপু পলাতক রয়েছে, এ বিষয়টি সভায় আলোচ্য সূচি প্রণয়ন যারা করেন তারা সবাই জানেন। রহস্যজনক কারনে তারা এ বিষয়টি এড়িয়ে চলছেন বলেও সূত্রটি মনে করছেন।
২০১৮ সালে রিহ্যাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজলের আত্মসাৎকৃত ১ কোটি টাকা আদায়ে কী পদক্ষেপ নিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে লিয়াকত আলী ভূইয়া জানিয়েছেন, এ বিষয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button