সংগঠন

উখিয়া উপজেলা যুবদলের তিন মাসের আহ্বায়ক কমিটি দিয়ে ৫ বছর পার

নিজস্ব প্রতিবেদক: তিন মাসের আহ্বায়ক কমিটি দিয়ে ৫ বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখেনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলা যুবদল। বিষয়টি সম্প্রতি আলোচানায় আসে, উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে।

কক্সবাজার জেলা বিএনপি  আহ্বায়ক সাইফুল সিকদারকে সকল প্রকার পদ-পদবী থেকে বহিষ্কার করলেও জেলা যুবদলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত অবশ্য পরিলক্ষিত হয়নি।

উখিয়া উপজেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দীর্ঘ পাঁচ বছর পূর্বে দেওয়া হয়েছিলো যেখানে নির্দেশনা ছিলো তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার।

কিন্তু ২০২০ সালে উক্ত আহ্বায়ক কমিটি দেওয়া হলেও আজ অব্দি পূর্নাঙ্গ কমিটি গঠন করতে পারেনি, এখনও পর্যন্ত সেই ২০২০ সালের ঘোষিত আহ্বায়ক কমিটিই বহাল তবিয়তে রয়েছে। দলের ভিতর অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার শর্তে অনুমোদন নিয়ে সেই কমিটির বৈধতা কি পাঁচ বছর থাকতে পারে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিভিন্ন রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল বলেন, 

যতক্ষণ পর্যন্ত বিলুপ্ত হয়নি, ততক্ষণ পর্যন্ত বৈধতা থাকবে। এ সময় তিনি বলেন, বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও নেতাকর্মীরা জেলে থাকার জন্য পরিবেশ না থাকায় সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া সম্ভব হয়নি। ঈদের পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে তিনি বলেন, এ ব্যাপারে   কেন্দ্রের সাথে আলোচনা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবদলের নেতাকর্মীরা জানিয়েছেন, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি না দিতে পারা উখিয়া উপজেলা যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক সাইফুল সিকদার ও সদস্য সচিব খায়রুল আমিনের ব্যর্থতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button